বিশ্বজুড়ে জানায় প্রীতি
সব বয়সি সকল জাতি
আমার কলম সাহিত্যে করছে প্রদক্ষিন
তোমার কাছে আমার অনেক ঋণ
কাব্যলোকের মহাসাগর তোমার জীবনতরী
হচ্ছি সবাই খেয়া পার একটি গঙ্গা যদি
জোড়াসাঁকোয় এলেম এবার
এসো হে বৈশাখের কবি
তুমি শ্রেষ্ঠ রূপকার
ভোরের আলোয় সূচিত হয়
তোমার নামে পঁচিশে বৈশাখ ।।