ছিল দু দেওয়ালের মধ্যিখানে
ঐ যে আমাদের ঘর
সন্ধ্যে হলেই উঠতো বালির ঝড়
বেলা শেষে যেন কইবে কথা
নদী বালুচর
সেই সময়গুলো ছিলো কত সুন্দর
এখন শান্তিগুলো  এবরো খেবরো
চারদিক প্রলয় অন্ধকার
বিশ্বাসটার হচ্ছে কবর
নিত্য নতুন হরেক খবর
আসল নকল চেনা বড্ড বোঝাভার


ইতিহাসের পাতা জুড়ে
নতুন ইতিহাস আসছে ঘুরে
ইতিহাস ফেরি করে নতুন সওদাগর
সারল্যের কৃপনতায় মহাশূন্যে
যেন ঝুলছে গ্রাম শহর
আগুন হয়ে পুড়ছে দেখি
বন্ধন প্রীতি সকল স্মৃতি
আমি বাস্তববাদী ডাইনে বাঁয়ে শুধুই দেখি
লোভের ভেড়ি কুৎসার ব্যখ্যা
আমার কলমে আগামী দিনে
থাকবে অনেক লেখা ।।