অশ্রুর নোনা জলে স্নান করে
সেদিন লুকিয়ে বৃষ্টিতে ভিজেছিলে
দুঃখের বাঁশিটাকে সুর ভরে
হাসি মুখে দুডানা মেলে
সবার খুশির ফোয়ারায় নিজেকে তোলপার করেছ


বিষন্নতা জয় করে সমস্ত যন্ত্রনাকে
মাটি খুঁড়ে কবর দিয়েছ
তোমায় দেখে প্রতি মুহুর্তে ভাবি
সত্যি তুমি যেন জীবনের চিত্রশিল্পী


দুঃখকে বরন করে সুখ ভেবে কাছে রেখেছ
তবু আজও অশ্রুর নোনা জলে স্নান করে
সবার আড়ালে লুকিয়ে
তুমি বৃষ্টিতে ভেজ
আর নীরব অভিমানে তাকে শুধু ভুল বুঝেছ ।।