নিশিপদ্মের মতো শিশির মাখা রাতে
স্মৃতির আঁচলে ঢাকা এখনও
আমার হৃদয়ে ঘুমিয়ে আছ
তোমার পরশখানি আমার ললাটে এঁকেছে
ভালবাসার এক প্রকান্ড দিগন্তিকা


সেখান থেকে আমি কিছুতেই
বেরিয়ে আসতে পারব না
চারিধারে ভাঙনের শব্দে
আমি চমকে উঠি আর মনে পড়ে
যেদিন আমি নীল-নীলিমায় বসন্ত কোয়েলিয়ায়
তুমি এসেছিলে মেঘমালা হয়ে কোনো এক সন্ধ্যায়


সেদিনের বাতাসে একটা সুন্দর  গন্ধ ছিল
আজ যখন বৃষ্টি ভেজা উদাস-দুপুর একলা ঘরে
তখন তোমার কথা  আমার  বেশ মনে পড়ে
ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে তানপুরায়
তোমার নাম ধরে ডাকি
তোমার মনের কোণে শুনতে পাও কি


তোমার জন্মদিনে তোমার ছবির পাশে
আমি সারারাত পিয়ানোয়  তোমার পছন্দের
গানগুলি গাই  তোমাকে খুশি রাখার জন্য
আমি এমনি করেই গেয়ে যাব
আর তোমাকে ভালোবাসবো ।।