তোমাকে তালাশ করে
আমার মনের মধুকর
তোমার মহব্বতে বেখুদি হয়
আমার গোলাপ গুলের পিয়ালাতে
আতর  মাখা অন্তর


তোমার বাঁশির সুরে
আমার অশ্রুর নীল য্মুনা ভাসে নদীকুলে
তোমার উলফতে দক্ষিন হাওয়ায়
কাঁদে আমার মন- ভ্রমরা
একলা তমাল তলে


তোমার ইন্তেজারে
জ্বালিয়ে দিলাম সকল চিরাগ নওরাজের ফজরে
সুখ হসরতের মাঝে হার জনম
তোমার হৃদয়ের গুলদানি হয়ে থাকব
গুলশান  হতে আমার তামাম মহব্বতের
অগরু চন্দনে ভর- পিয়ালা
শুধু তোমার জন্য রাখব ।।