কোন ভোরে উড়ছে ধুলো ঘাস
চোখেতে স্বপ্ন মাখা দূরে নীলাকাশ
ঘূর্নির কালো জলে  কত ভাসা মুখ
অবেলার জানালায় কার চেনা দুখ
আর যে সয়না এ দুঃখ যাতনা
সমাজের ভীড়ে ঠাসা আমাদের ভাবনা
দিকে দিকে হচ্ছে শুধু জনতার সর্বনাশ
উড়ে আসা একঝাঁক দালালের ত্রাস
ভাগ্যের উপহাসে রাতদিন সন্ত্রাস
আমরা চাই প্রতিকার চাই অবকাশ
স্ংবিধান নিয়ে গড়বো আগামীর সুখ
ধন্য হবে বাংলার মুখ ।।