আঁধার ঘুচিয়া পোহাল রাত
পাখিদের কলরবে জাগে প্রভাত
আকাশ নীলে মেঘের বসন
সুর্য্য উদিয়া হাসে পূবের গগন ।


গাছে গাছে ফোটে ফুল
নানা রঙে ভাসে নদীকূল
ভোরের সংগীতবীণা বাজে ভৈরবী সুর
পুষ্পবনে নৃত্যে মাতায় অতসী ঘুঙুর ।


আঁকা বাঁকা কলমি ঘেরা পুকুরপাড়
সন্ধ্যা নামে স্নিগ্ধ আঁধার
জোনাকি ঝিঝির শুরু কানাকানি
ধূপদীপ জ্বালিয়ে শাঁখ বাজায় গাঁয়ের রমণী ।।