নতুন নতুন শব্দে সৃষ্টি করছো
নতুন কিছু বাক্য
অহংকারে গড়ছো কিছু
তাই হামবরা ভাব
বিশাল ক্ষমতার ইমারতে দাঁড়িয়ে
কেড়ে নিচ্ছো স্বাধীনতা
গড়েছো কি হিমালয় পদ্মা মেঘনা জাহ্নবি!


অপসংস্কৃতির ঘূর্ণিঝড়ে ছুটে চলেছে অবিরাম
তোমার লুটে নেওয়া বিজয় রথ
প্রজন্মের কালো ঝড়ে
অবিচ্ছিন্ন গতি নিয়ে ধেয়ে আসছে
তোমার অশ্বমেধের অশ্ব
শক্তিশালি দৌরাত্ম্য লোভের উন্মাদনায়
আপাদমস্তক কেড়ে নিচ্ছো অরণ্যের স্বপ্ন


কি ভেঙেছো আর কি বা গড়েছো
তোমার নিয়মের সমীকরণে
চতুসীমানায় নেই কোনো সারল্য
আগামী দিনে সাধারণ মানুষের মাঝে
এক ভয়ংকর রূপ নেবে খেতে না পাওয়া
সারি সারি সর্বহারা উদ্বাস্তুর ঢল ।