জরাগ্রস্ত বার্ধক্যের প্রবল স্রোতে
শাসনের রক্তাক্ত প্রদর্শনী ।
সমগ্র উত্সব জুড়ে আদিম উল্লাস
রোমাঞ্চিত বিশ্বে অন্ধকার চৈতন্যে
সভ্যতার প্রলয় ।
নির্যাতিত লাঞ্ছিত স্বপ্ন
চূর্ণ করে শুদ্ধ কল্পনাকে।
বিমূঢ় বিস্ময়দৃষ্টি  চেয়ে থাকা
আজকের সমাজ ।


এত বেদনার আর্তনাদে একদিন
শিউলি বকুল কিশলয় বনে
উদাস বাউল বেশে
ফিরবে আহত জনতার ভীড়ে ।
রাজপথ জুড়ে সুবর্ণযুগের বিচিত্র ধ্বনি
নব সাজে আবার জাগবে
আমার প্রিয় স্বদেশভূমি  ।।