আদর্শলিপি
          ------------
মুখে আদৰ্শলিপি নেই
বর্ণমলায় অবহেলা
তোমার বই ছোটবেলায়
পড়তে যায়নি ইস্কুলে
অ আ ক খ ঠোঁট ভরে, দোতালায়।


যে ছেলেটি পায় না খেতে
জন্ম নিয়েছে পথ পাথারে
তার ঘরে বর্ণমালা
টপটপিয়ে জোস্না পড়ে
তুমি কেন কৃষ্ণকলি, ফর্সা দাঁতে
চোখ রাঙ্গালে অন্ধকারে, জ্যোসনাটারে।


খাবার রুটি
            -----------
বাবার বুকে পেরাকের কাঁটা
মায়ের চোখে শীল পাথর
মেয়েটি আনলো খাবার রুটি
বিক্রি করে তার গতর।


মাতৃভাষা
          -------
রাজা রানীর গল্প শেষ
জন্মই দেখি বাংলাদেশ
বাংলা আমার মাতৃভাষা
গর্বিত হই, লজ্জিত না।


কবিতা : আদর্শলিপি,খাবার রুটি ও মাতৃভাষা
লেখক : অপূর্ব দাস