বৃক্ষের গান -১



সবুজ বৃক্ষ
তুমিও কী আমার মতো
বুকে পুষে রাখো দুঃখ
অপবাদ- অপমান রাখো না গায়ে
রৌদ্র কিরণে শুকাও হৃদয়ের ক্ষত।

সবুজ বৃক্ষ
তোমার জন্য আজ হাজার প্রেমিকা শোকাহত
অমন নৈঃশব্দ্য নীরবে তোমার চলে যাওয়ায়
ঘাসের শীতল পাটিতে বসে জমছে না জম্পেস
আড্ডা।


বৃক্ষের গান -২



আমি বৃক্ষের কাছে কৃত
কেননা সে আমায় ছোটবেলায়
শুকিয়েছে অনেক ক্ষত।



আমি বৃক্ষের কাছে চির মাথানত
কেননা সে আমার দীক্ষাগুরু
হতে চাই তার মতো।


কবিতা : বৃক্ষের গান
লেখক : অপূর্ব দাস