প্রেমের শ্রাদ্ধ পিন্ডি সেরে নেব পিঠাপীঠি
তবু তোমার মুখের ধারালো কথায়
মেনে নেব না রাজদন্ড
ঝেঁটিয়ে বিদায় করবো বুকের আগলা পিরিত
তবু ঝাঁঝালো রৌদ্দুরে পুড়ে
রাঙা ঝিনুক কুড়াতে যাব না জলের ঝাপটায়


বুকের ছাউনীতে গাঁটবন্দি করে রাখবো
সুহাসিনীর মুখ, বর্ণিল পান্না
চোখের তল হতে গলাধাক্কা দিয়ে বের করে দেবো
নাকি কান্না
তবু ছিন্নমস্তা দেবীর মত নৈবদ্যের আশায়
বসে থাকবো না পুরোহিতের ঘরে!


নৈতিক কথাবার্তা পকেটে নিয়ে ঘুরুক
মাইনে করা লোক
বার্নিশ চেয়ারে বসে বগল বাজাক জল্লাদ কসাই
তবু ধনকুবেরর মত ধনদাস হব না
ভিখারিকে গলাজলে ডুবিয়ে
এর চেয়ে পিছনে পিছিয়ে যাব ছ-পা
কোলবালিশ ছাড়াই ঘুমাবো ফুটপাতে
অন্তত, ঝড় - তুফান -দুর্ভিক্ষ
দরিদ্রকে আর দরিদ্র করতে পারবে না
একমুঠো চাল সে পাবেই
পিতৃ পুরুষের পিন্ডির জন্য


চেলা কাঠের মত চেঁচিয়ে ওঠো কেন
তোমার চোখ রাঙানিকে আমি
ভয় করি না, ভয় করি না।


কবিতা : চরস
লেখক : অপূর্ব দাস