দাঁতের আঁচড় সাদা পাথর
দাঁতের আঁচড় সাদা পাথর
প্রেমের পিঠে দাগ
দুপুরবেলার পাখির ঠোঁটে
আমার প্রতি রাগ
দুপুরবেলার পাখির ঠোঁটে
আমার প্রতি রাগ
থাকনা রোদ আজ অন্যরকম
থাকনা রোদ আজ অন্যরকম
আমার তাতে কি
এমন একটা দুঃখ দাও তুমি
যা দীর্যমেয়াদি
এমন একটা দুঃখ দাও তুমি
যা দীর্যমেয়াদি
যে কষ্টে কাঁদবো আমি
যে কষ্টে কাঁদবো আমি
জীবন অব্দি
থাকনা রোদ আজ অন্যরকম
আমার তাতে কি
থাকনা রোদ আজ অন্যরকম
আমার তাতে কি


ভালবাসা স্বপ্ন দেখে
তোমার আমার ঘর
তুমি অনেক নিঠুর বন্ধু
বুঝলা সেটা পর
হাত ধরেছি বন্ধু তোমার
রাতের আলোতে
সাদাকালো চোখ পড়েছে
তোমার নোলকে
আমি কি আর স্বপ্ন বেচি সস্তা সুখের লাগি
এমন একটা দুঃখ দাও তুমি
যা দীর্যমেয়াদি
এমন একটা দুঃখ দাও তুমি
যা দীর্যমেয়াদি
যে কষ্টে কাঁদবো আমি
যে কষ্টে কাঁদবো আমি
জীবন অব্দি
থাকনা রোদ আজ অন্যরকম
আমার তাতে কি
থাকনা রোদ আজ অন্যরকম
আমার তাতে কি


ভাবুক মন আজ ভাবছে বসে
লিখবে কবিতা
তুমি ছাড়া একটি কথাও
লিখতে পারে না
অন্ধ মনে গন্ধধূপ জ্বালবো না আমি
মনের দেবী মরে গেছে এখন
শুধু প্রতিমা তুমি
হৃদয় খনন করে বল কোথায় গাছ বুনি
পরান নদী ডুবে গেছে বুকে অথৈ পানি
এমন একটা দুঃখ দাও তুমি
যা দীর্যমেয়াদি
এমন একটা দুঃখ দাও তুমি
যা দীর্যমেয়াদি
যে কষ্টে কাঁদবো আমি
যে কষ্টে কাঁদবো আমি
জীবন অব্দি
থাকনা রোদ আজ অন্যরকম
আমার তাতে কি
থাকনা রোদ আজ অন্যরকম
আমার তাতে কি


কবিতা : এমন একটা দুঃখ দাও তুমি
যা দীর্যমেয়াদি
লেখক : অপূর্ব দাস