জীবনের স্বাদ নিতে চাইলে
কষ্ট যেমনই হোক
তাকে একবার ছুঁয়ে দেখা দরকার
ছুঁয়ে দেখা দরকার বৃষ্টির জল,
সমুদ্রের নুনদাগ,পাহাড়ি ঝর্ণার ছলছল।


প্রেমিকা যেমনই হোক
তাকে একবার দৃষ্টি লেহন দরকার
আপাদমস্তক সমস্ত শরীর
ভেঙে যাবে হৃদয়ের জড়তা ভয়ভীতি
নারীমাংস সব মাংসের চেয়ে উর্বশী।


সুখ যেমনই হোক
তাকে চেটেপুটে খেতে হবে বারবার
আমের আঁটির মত মিষ্টি টক স্বাদ
নাকের ডগায় ঘাম জমবে কুয়াশার
মত,কিশোরীর পদ্মনাভিতে সাঁতার।


সূর্যের রঙ যেমনই হোক
গাইতে হবে তার রূপের স্ততি একবার
ঠোঁটের অঞ্চলে গোধূলির রাগ
তারপর শুধু দিন আর রাত
ফিরে আসে ভোর
চকচকে রাস্তার মোড়
রমণীর হাতদুটো হাতছানি দেয়
সুডোল নিতম্বে জ্বলে ওঠে কিশোর।


জীবনের স্বাদ নিতে চাইলে
মৃত মানুষের সাথে সাজতে হবে শব
শুকতে হবে ফুল আর বাতাসের ঘ্রাণ
নিষিদ্ধ পল্লীতে জ্বলে দেহজ আগুন
আভিজাত্য আকুতি
সতীত্ব পরীক্ষা নিতে গিয়ে
আগুনে হেঁটে আসি।


হৃদয় বাজি রেখে নেচেছিলাম মেয়ে
মরা চাঁদ স্বাক্ষী
স্তনের শুল্ক দিতে হবে না আজ
জিভে ছড়িয়ে পড়ছে ঠিকই
জীবন যেভাবে বাঁচে বাঁচতে দাও
হিংসা-রক্ত-লোভ-লাজে
মরে গেলে তুমি আমি একই
জন্ম ভিক্ষা চাইবো জরায়ুর কাছে।


কবিতা : জীবন যেভাবে বাঁচে বাঁচতে দাও
লেখক : অপূর্ব দাস