বয়স তো সংখ্যা মাত্র
পুরো জীবনটাই যদি আগে গুনা যেতো
তবে হিসেব করে খরচ করতাম
দিন রাত্রির মতো।


বিয়ে তো কয়েকজন সাক্ষী মাত্র
সারাজীবনের হিসেব যদি একসাথে পাওয়া যেতো
তবে তোমার আমার অগ্নি বিচ্ছেদ
কভু নাহি হতো।


সন্তান তো তোমার আমার ঔরসজাত
তাদের জ্ঞান বুদ্ধি যদি আমাদের হাতে হতো
তবে জয় পরাজয় কথা দুটো
মিথ্যে হয়ে যেতো।


মৃত্যু সে তো জীবনের শেষ ব্রত
যদি মৃত্যুই না হতো মানুষের
তবে মানুষ কখনো মানুষের
জন্ম নাহি দিতো।


কবিতা : যদি
লেখক : অপূর্ব দাস