জলের ভেতর কাঁপছে আগুন
একটু তাতে শিখা
মাতৃগর্ভে ভ্রুনের শিশু
শিখছে মায়ের ভাষা
গভীর হয়ে উঠছে শব্দ জন্মক্ষণের পর
চোখের জলে মুগ্ধতা, মেধার শেকড়


মাতৃস্তনসম মুখ, চোখে উজ্জ্বল কান্না
মা জানে না সন্তান তার সাদা না কালা
গন্ধময় হাসপাতাল,করিডোর
রমণীর নোংরা হাতে সরকারি রসিদ
তবু মনে মনে সুখ সুখ ভোর


দৃষ্টি প্রসন্ন করে সবুজাভ বটবৃক্ষ
হৃদয় পাষাণ হলে পুঁথিগন্ধে অলসতা
পকেটে সিগেরেট ছিল, নেই বিলাসিতা
গুটিকয় কষ্ট শুধু করেছে আত্মহত্যা


অনন্তকাল ধরে কাঁপছে আগুন
সমীকরণ আজও অব্যাহত
পূর্বপুরুষেরা শিখিয়েছে সহজ-সরল অংক
প্রেরক নেই প্রাপকও নেই
ঠিকানা লিখা শুধু, ভালোবাসা ডট ডট
ভাবতে ভালোই লাগে।


কবিতা :জলের ভেতর কাঁপছে আগুন
লেখক : অপূর্ব দাস