তুমি মাছের মত ডুব দিও জলে
নদীর ভেতর সই
আমি জলের কাছে প্রেম রেখেছি
উজাড় করে অথৈ।


তুমি নৌকার মত ভাসিও জলে
চোখে চোখে শরীরে শরীরে যেমন যোগ
আমার গন্তব্য শুধু তুমি, বুকের ভেতর
আগলে রাখা মানবিক রোগ।


আমি বৃষ্টির জল কান্নার পানি
লুকিয়ে ফেলতে জানি
জলের পোশাক পরে নদীর জলে
ডুব দিয়ে বসে থাকি।


তুমি নদীর জলে বিষ ঢেলে দাও
ফেলে দাও তোমার শহরের সব
নষ্ট পঁচা রক্ত আবর্জনা
আমার নদীর মৃত্যু হলে করতে হবে না
শোকের স্মরণসভা,দিতে হবে না সান্ত্বনা
নদীও আমার মত সব সয়ে যাবে।


যে মন নষ্ট হয়ে গেছে হৃদয় ভাঙার শোকে
জানিও, তোমার প্রচন্ড অভাব হৃদয় একদিন পুষিয়ে নেবে। জলের পোশাক হতে বেরিয়ে আসবো আমি রোদের স্রোতে।
হৃদয়ের কাছে জানাবো কৃতজ্ঞতা।


কবিতা : জলের পোশাক
লেখক : অপূর্ব দাস