একটা কথা কইবো ঘুমাইয়োনা গো রাঁধে
বুকের পাঁজর মর্মর করে তোমায় বিহনে।
রাগ করিলে বনের পাখি ফিইরা আসে গাছে
তোমার রাগে বিরান হইলো হৃদয় চতুর পাশে
অভিমানের কি যে জ্বালা যে বুঝে সেই জানে।
দুপুর বেলার একটু তাপে তাল পাতার ঐ বাতাস
তোমার জন্য রেখেছি আমি এই বুকের বাঁ পাশ
ছলছল বারি চোখে মানায় না নয়নে।
রঙিন চুড়ি রঙিন শাড়ি রঙিন লিপস্টিক ফিতা
আনবো কিনে ছুনু কুমকুম লাল নেইলপলিশ আলতা
ভঙ্গ কর মান তোমার আর থেকোনা শয়নে।