আযানের শব্দ কি শুধু তোমার ঘর আর মসজিদেই শোনা যায় ভাই?
আমার ঘর, মন্দির আর হিন্দু বাড়িতে তার পবিত্র প্রতিধ্বনি নাই?
তোমার আযান শোনে সম্মানে আমি থামিয়ে রাখি
ঘন্টা বাদ্য বাজনা শঙ্খ ঢোল
আমার পূজার খিচুড়ি লাবড়া তোমার প্ৰিয়  নাড়ু
চক্তির বোল
আমার রক্তের গ্রুপ পজেটিভ নেগেটিভ, বর্ণ হয় লাল
তোমারটা কি শুধুই পজেটিভ, বর্ণ গন্ধ নাই?
আমার দিনরাত্রি আকাশ সূর্য সব বাড়িতে উঠে
তোমার ঈদ মিল্লাদুন্নবি আমার অমাবস্যা পূর্ণিমা হয় দেখি একই চাঁদে
তুমি বল আল্লাহ আল্লাহ আমি কৃষ্ণ রাধে রাধে
তবে ঝগড়া কেন বাধে,বলে ওরা আমায় বেঈমান
তুমি দেও পশু কোরবান আমিও নিত্য বলিদান
দুজনই করে যাচ্ছি প্রভুর কাছে পরীক্ষা ঈমান
তোমার রোজা তোমার ঈদে আমি করি সম্মান
আমার দেবী, মা মেয়ে কেন হারায় ইজ্জত,
হয় অপমান
দাদার ভিটায় আমার জন্ম ওরা বলে মালুয়ান
আমার ঘরে ঘূর্ণিঝড় এলে তোমার কি আসে বৃষ্টি বান?
তোমার হবে কবর ঠিকানা আমার হবে শ্মশান
হও যদি ভাই তুমি খাঁটি মুসলমান
মানুষ হ'য়ে মানুষ বাঁচাও
দেখোনা কে সংখ্যালগু হিন্দু খ্রিস্টান
মানবতাই হোক সত্য, আল্লাহর পর মানুষেরই
দিও তুমি দ্বিতীয় স্থান।


কবিতা : মানুষ হ'য়ে মানুষ বাঁচাও
লেখক : অপূর্ব দাস