ফুলের গন্ধ যেমন তেমন
তোমার গন্ধ খাঁটি
তারার গন্ধ পাইনা আমি
তোমার পিছু হাঁটি
দয়াল গো ও দয়াল গো ও
তারে বানাইলা কার লাগি?


কি গন্ধে বানাইলা তারে
নেশা নাহি কাটে
হৃদয় হরণ করে নিল
নিটোল হাসির ঠোঁটে
মাটির গন্ধ বুঝি আমি
তোমার গন্ধ কি?


পানে গন্ধ বুঝে অন্ধ
মনে গন্ধ কই
ভালোবাসার মানুষটারে
পাইবো কবে সই
হৃদয় ওজন করলে কি আর
প্রেমের ওজন বুঝি?


বুঝলে আমি তার ছলনা
মানুষ কি আর হই
বাতাস হইয়া থাকতাম মেঘে
বৃষ্টি হইয়া অথৈ
বাসি ফুলে বয় কি ভ্রমর
যতই হোক সুন্দরী?


কবিতা : ফুলের গন্ধ যেমন তেমন
তোমার গন্ধ খাঁটি
রচনায় : অপূর্ব দাস