(জাতীয় শোক দিবসে__বিনম্র শ্রদ্ধাঞ্জলি)


ঐ দ্যাখ আজও মানচিত্রের গায়ে
রক্তের নিশান
ভুলেছো বাঙালি তুমি ভাষার
বায়ান্ন, একাত্তরের রক্তস্নান
ভুলেছো বাংলার শ্রেষ্ঠ নেতা
শেখ মুজিবুর রহমান।


কি দিয়েছো, কতটা প্রতিদান
বাংলার ঘরে ঘরে হাজার সন্তান
একটাও হয়নি কেন আজও
শেখ মুজিবুর রহমান
উত্তর দাও বাংলার বাঙালি
কার জন্য এনেছিল স্বাধীনতা
আমার মুক্তিবাহিনী।


পঞ্চাশ বছরে মুজিবের কবরে
দিয়েছো হাজার ফুল
মুজিব মরেনি আজও বেঁচে আছে
বাঙালি করেছো ভুল
মুজিব রেখেছে বাংলার ঘরে
ষোল কোটি সন্তান।


মায়ের চিৎকার বোনের শীৎকার
বাবার করুন মুখ
বুকের রক্ত রাজপথে ঢেলেছে
যুদ্ধে হাজার লোক
কামান লাগেনি কণ্ঠই ছিল
মুজিবের অস্রবান।


কবিতা : শেখ মুজিবুর রহমান
রচনায় : অপূর্ব দাস