যাও পাখি যাও দূরে
কোন এক পথিকের ঘরে
জানাইও আমার একটা আর্জি
এই ছবিটা মিলে গেলে
বলো তারে বিনয় করে
সে আমার ভালোবাসার প্রথম প্রেয়সী।
যাও পাখি ,যাও পাখি,যাও পাখি


আজো তারে ভালোবাসি
লাগে বুক খালি খালি
তোমার কাছে একটা দাবি
খবর নিয়ে ফিরো বাড়ি।


মেঘ যদি করে তারা
বলো আমি তারে ছাড়া
বাঁচবো না আর
আমি ভালোবাসি তারে
হৃদয়ের অধিকারে
বলছি শোন করে চিৎকার।


চাইনা তারে ফিরে আমি
জানার ছিল গল্পখানি
বুকে কি তার আজো আছে
আমার নিঃশাস, নামাবলী?


পুড়া মাটি চুলের বেনী
কড়ি দিয়ে সব কিনেছি
বাজলো যখন শঙ্খধ্বনি
সে কেন সিঁদুর পড়েনি?


গল্প হলে শেষ আমি দেখবো তারে
এক নিমেষ
বিদায় বন্ধু ভালো থেকো
রটাবো না তোমার নামে কলঙ্ক, বিদ্বেষ।