বিশ্বাসের সেতু সে যত লম্বাই হোক
তার নিচে অবিশ্বাসের নদী বয়ে এক,
সমানে সমান ঠিক যেন সমান্তরাল
ছেদ করলেই হয়ে যাবে ব্যবচ্ছেদ।
তামাম বিশ্বে আমি যে সেই সাক্স
যে না পার্থক্য করে দিবস কি রাত,
বেড়ে গেছে বয়স সময়ে অসময়ে
খুঁজি ফিরি গোধূলি কোথা প্রভাত।
প্রয়োজন মিটিয়ে পাতাও ঝরে যায়
বৃক্ষ কি আর মায়া পুষে রাখে তার,
ফুলেল ফসলে ভরে যায় চারপাশ
ভক্ষণ শোরগোলে মেতেছে সংসার।
আমার চোখে রহস্যের গুনজায়িশ
খুঁজে চলি সমাধান তার হন্যে হয়ে,
আয়নার সামনে আয়নাবাজি কত
মুখ মুখোশে পষ্ণমুখ লোকালয়ে।
আমি না পরাজিত আর না বিধ্বস্ত
আমি সেই সেনাপতি সৈন্যদল ছাড়া,
আমি একা সামনা করি প্রলয় যুদ্ধ
নিয়ে অদৃশ্য তরবারি খাপ ছাড়া।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ১৩/০৯/২০২২