আমি হতেই পারি সাধারণ বেখাপ্পা এক
অসাধারণের মাঝে সাধারণ বেশি অর্ধেক,
মিষ্টি চিনির লোভনে তাচ্ছিল্যের নুন
মাড়িয়ে গেলে ধূলিকণা মিশেল ছুকুন।
উপরন্তু; ছুটি মনে দৌড়ঝাঁপ দিগ্বিদিক
ক্লান্ত পরিশ্রান্ত শেষে ওই নিয়ম মাফিক,
গুনজায়িশ কিসের অত ভ্রান্ত চোখের
রাত্রিতে কোন চর্ম জ্যোতি ঝিলিকের?
হাপিত্যেশ নিয়ে মূল্য চুকাও হোক বরেণ্য
সস্তার যে, সে রয়েই গেছে হয়ে অনন্য;
নিত্যকার চালচিত্রের প্রেমিক নাতো
একটা প্রতিশ্রুতি নিয়ে অপেক্ষা যত,
কেনো মিথ্যে উপমার তবে তর্জন
হতে হবে না আমার;
         আমি তোমাকে করে নিবো অর্জন।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ১৩/১০/২০২২