তুমি যেই আদরের লোভ করে আছো
তা খুব দুষ্প্রাপ্য ফসিল পাথরের চাপায়;
পাখা ভাঙা কোনো এক ছোট্ট পাখি-ই
প্রবল ইচ্ছা নীল আকাশে সে উড়তে চায়।


খুব যে সহজ কিছু এমন ভেবো না আর
পেয়ে গেলেও পেতে পারো কপাল গুণে,
ধরে রাখাও সে এক পরীক্ষা পরম ধৈর্যে
জ্বলন্ত কয়লা পুড়েছে লেলিহান আগুনে।


তুমি স্থির করো এবার তুমি ঠিক কি চাও
খোলা আকাশ নাকি বহুতল অট্টালিকা;
দূরন্ত ট্রেনের যাত্রীরা স্টেশনে নেমে যায়
পথিকের পা ফাটে পথ হেঁটে একা একা।


না কোনো মিথ্যে কথা, না মিথ্যে প্রতিশ্রুতি
আমি অশান্ত বড়োই কাল-বোশেখের ঝড়,
বুকে টেনে নিয়ে শান্ত করতে শৌর্য লাগবে
পোষ মানিয়ে পরে লাগিও অধিকার মোহর।


আদরের খোঁজ জনস্রোতের সমাজে নেই
সখের মানুষ নিয়ম করে মেলে না সহসাই,
অনুপস্থিত মানুষকে কাছে রাখলে কষ্ট হবে
জোড়ায় জোড়ায় বানিয়েছেন তো বিধাতাই।


তাই আর কষ্ট পেও না ইচ্ছের বিরুদ্ধে গিয়ে
যা তোমার তা তোমার-ই থাকবে চিরকাল,
আমার আর্জি এতটুকুই সব গুছিয়ে নিও
স্রোতের বিপরীতেও রেখো নিজের খেয়াল।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৬/১১/২০২৩ (রাত্রে)