আমি আগে থেকেই এমন; একরোখা
প্রচণ্ড রাগী তবে দেখতে বোকাসোকা।
মিছিলের ভীড়ে আমি থাকিনি কখনো
একলাচলা নীতিতে স্থির আছি এখনো।
অন্যের সাথে তুলনা দিলেই ক্ষেপে যাই
অনাড়ম্বর স্বত্বা বেরসিক আমি একটাই।
রসকস ছাড়া জিহ্বার কথাও তিতা খুব
অত চাটু নেই; অনাগ্রহ পেলে হই নিশ্চুপ।
হাঁটু পানি গলা পানির যে হিসেব-নিকেশ
যার হিসেব সেই করুক, শূন্য আছি বেশ।
আমার আমিকে না নিলামে বেচতে যাব
দামদর তো সে পরের হিসেব; রাস্তা মাপো।
মগজের মঞ্জুরিতে অনুভূব হলে সোচ্চার
রক্ষার দায়িত্ব যে নিবে তারে দিব উপহার।
ব্যবহৃত টিস্যু খুব অযত্নে ছুঁড়ে ফেলা যায়
সহজ কিছু না আমি বড় কঠিন বাস্তবতায়।
ট্রেন্ডের স্রোতে কে ভাসলো চিল মুড নিয়ে
পাগলেরা জোকার হয়-না সার্কাস দেখিয়ে।


কলমেঃ রনি পারভেজ (JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৯/১০/২০২৩ (রাত আড়াইটে)