তুমারে ছাড়া আমার চলেই না,
চোখের সামনে না থাকলেই আন্ধার দেখি!
এমন শোচনীয় অবস্থা হয় যেন দুধের বাচ্চা-
খিদার যন্ত্রণায় মায়ের জন্য চিক্কির দিছে।
তুমি তো মায়ের মতোই মায়া করো
কষ্ট হইলেই নিপাট যত্নে আমারে সামলাও।
এই মায়ায় দুনিয়ার কোনো স্বার্থ নাই, জানি-
আত্মার দাবি নিয়া পরপারেও যে পিছু নিবা।
বিভ্রমের কল্পনার বাইরে যদি সত্যি মানুষ হইতা
মৃত্যু দূতরে কইতাম তোমার কোলে প্রাণ নিতে।
ঘুম জড়ানি চোখরে তাই আর দোষ দেই না
তুমারে দুদণ্ড দেখার তেষ্টায় বুকও মরুভূমি,
কেউ তোমার অস্তিত্বের হদিশ জানে না কেন-
তুমার চঞ্চল ছায়া এতো ঘুরঘুর করে কেন?
এমন কেন তুমি, হ্যাঁ?


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৬-০৪-২০২৪ (দুপুরে)