অত দায় নেই আগ বাড়িয়ে কিছু বলতে হবে
জানার হলে জিজ্ঞেস করুক-না, বলবো তবে;
লোকের ভীড়ে ভালোই কাটে, দিনও দিব্যি যায়
রাজ্য নিয়ে আমিও ব্যস্ত একাকীত্বের সীমানায়।
তার আছে কোলাহল, হৈ-হুল্লোড়ে বেজায় স্বস্তি
নিস্তব্ধতায় ঠাসা গল্পগুজবে চলে পাগলের মস্তি,
মোমের জেদ না গললে নাই, কার কি এসে যায়
কে যাবে ঝড়ের তাণ্ডবে কড়া নাড়তে দরজায়?
খেয়াল খুশিতে উপেক্ষা করে, আর চায় পুরোটা
ভালোবাসার অনুভব একার বুঝি আমার সবটা;
কথিত প্রেমের দাবি নেই, জীবনে খুঁজছি আলো
কি মায়াটান যদি পাহাড়ের মত সে নাই দাঁড়ালো।
কত যুদ্ধ, কত ক্লান্তি, জয়-পরাজয়, ব্যর্থতা-গ্লানি
প্রশান্তির কোল যদি হয় হটকারির স্বার্থে অভিমানী;
লাগবে না কোল, সাহস যোগানো সান্ত্বনার খোঁজ
স্বেচ্ছায় যে আমার না, তার কাজ নেই রোজ রোজ।
মানুষ তো না খাচার পাখি, দিলাম স্বাধীনতা ইচ্ছের
সেই সুযোগে ফের না ভাবলে হয় দৈত্য আলাদিনের;
আমার হয়ে আমার দাবিতে কঠোর হবে তো হোক
নিঃসংকোচের সহজ স্বীকৃতি, সপে দিবো ইহলোক।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৭/০৯/২০২৩ (দুপুরে)