এ এক সুদীর্ঘ পথ;
কত অশ্রু চোখের গহ্বরে শুকিয়ে গিয়েছে।
ক্ষণজন্মা বলেই ঝরেনি বৃষ্টি মেঘের শূন্যতায়
আকাশটাও অনুপস্থিত, জানা নেই কোথা হারিয়েছে।


জীবনী শক্তির অপচয় ঘটেছে নানান চিন্তায়
এরমধ্যে কত জল পেয়েছে সাগরের ঠিকানা-
যাত্রায় পাড় ভেঙেছে কত, কত বিলিন করেছে বুক,
অনুভূতির আঁচে বিদগ্ধ হৃদয়ের সেসব অজানা।


সবকিছু জানতে নেই; থাকুক না কিছু অলিক
মৃত্যুই সারসত্য জেনে জীবনের থেমে থেমে চলা,
ভেঙ্গেছে ঘুম, ভেঙ্গেছে স্বপ্ন, ভেঙ্গেছে উড়ার ডানা
আকাশের মেঘে ভেসে গিয়েছে কত কথা না বলা।


এ এক সুদীর্ঘ পথ, হ্যাঁ সুদীর্ঘ পথ;
একাই চলছি, এ আমার একার যাত্রা।
অপ্রকাশিত শূন্যপুরে গড়েছি বালির প্রাসাদ
সূর্যের অস্ত গুনেছি লাগাতার ছিঁড়ে জীবনের পাতা,


যে বাতাস নিঃশ্বাস রূপে বুক ভরে নিই
সে বাতাস অশান্ত হলে কত গাছ উপড়ে ফেলে,
নিজ অস্তিত্বের জানানে নবজাতকের কান্না ঠিক
অনুচিত হবে এত পথ পাড়ি দিয়ে কাঁদতে গেলে।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৯/১১/২০২৩ (রাত তিনটা)