একটা আয়োজন হবে
বিতাড়িত আবহে দলছুট মানুষগুলোও আসবে,
কত বিমর্ষ মুখ কত অশ্রুসিক্ত লোচন হবে অব্যক্ত
সেই সুবাদে অনুযোগ অভিযোগের পাহাড় বড় শক্ত।
বড্ড স্বাদের মায়া ঢোড়, নাড়ী ঢোড় টুটে গেছে আজি
বিদীর্ণ টগবগে রক্ত শিরার উন্মাদিত আপনত্মের বাজি,
মুখে মুখে রটে গেছে মানুষটা ভালো ছিলো বেশ
চির শত্রুরও শেষে শত্রুতা ভুলে করে হাপিত্যেশ।


একটা আয়োজন হবে
চিরনিদ্রায় শায়িত নিথর শরীরটার না অনুভব রবে,
বড়ই পাতা আর উষ্ণ সচ্ছ পানির স্পর্শে যত্নের স্নান
আগরবাতি ছড়ায় বিদায়ী সুভাস নিয়ে কাফন লোবান।
বিলাপ হচ্ছে আহাজারিতেই উত্তাল বাতাস প্রকম্পিত
আমি দেখি আমাকেই শুয়ে আছি খাটিয়ায় তাই শঙ্কিত,
খানিক বাদেই আলো নিভিয়ে দিবে সবাই হবে না সন্ধ্যা
আঁধার ঘরে একা একা পড়ে রব, আমি পাপী বান্দা।


একটা আয়োজন হবে
দিন কয়কেই ফুরিয়ে শোক সবাই মাতোয়ারা উৎসবে
ভাগবাটোয়ারায় মত্ত কোথায় আছে কতটুকু সম্পত্তি
আপোষ সে দূর স্বার্থান্বেষী মহল ছাড়বে না এক রত্তি।
প্রস্থান যার সে পেল অন্ধকার দিয়ে রঙিন আলো বসন্তে
না স্বরণী মনে ক্ষমার ফরিয়াদ আরজ মানবিক তদন্তে,
পরমসত্য; এ গন্তব্যের যাত্রী হতেই হবে ওরে স্বার্থপর -
দুনিয়ার তাঁবেদারি এক মোহ অপেক্ষাতে রয়েছে কবর।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ০৯/০৯/২০২২