রঙ কাগজে বর্ণীল ছটায়
দানা বাঁধা সখের বাস্তবতা
শ্বাস পড়ছে; জিন্দাও আছি
বেঁচে থাকাটাই যেখানে বিলাসিতা।।
মরার পরে কেউ খারাপ হয় নাকি!
চির শত্রুতেও তো করে প্রশংসা
জিন্দা শরীরের নিন্দা বেশি
কয়লার কালি বলেই রটেছে কুৎসা।
বাতিকগ্রস্ত বিবেকের দায়
অন্তরীক্ষের খালি চোখ দেখে কই?
জাগতিক ব্যস্ততায় নিজেকে ভুলে
গোগ্রাসে গিলেছি না জেনে চুন কি দই।
বেদনা নীলে চুবিয়ে দু হাতে কাগজে ছাপ
মিথ্যে হেসে পরিশেষে তাই মন খারাপ।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ০৪/০৫/২০২২ রাত ১১ঃ২৪