কিছুটা আতঙ্কেই থাকি
প্রচণ্ড ভয় হতে থাকে তোমাকে ভাবলে।
কখন কোত্থেকে এসে খাটাবে অধিকার
পোষা বেড়ালের মতোই ধরবে খাবলে।
আমার তো খুব জানা তোমার কার্যকলাপ
সময়ের প্রাপ্তিতে এতটুকুও তো নেই ছাড়,
একটু কি আর ব্যস্ততার বাহানা ধরবো-
আগেই খাই নরম হাতের কিল-ঘুষি মার।
ঠোঁট ফুলিয়ে গোস্বা মতন চালাও অনশন
আহ্লাদীরে সামলাতে গিয়ে ঘাম ছুটে যায়।
হাসনাহেনার গন্ধে মো মো হলে আশপাশ
গল্প শোনানোর ইনিয়ে বিনিয়ে ফন্দি আঁটায়।
বুকের বালিশে মাথা রেখে কত হুকুম জাড়ি
এক কাপ চা বানালে তাতে ফু-ও দিতে হবে,
কান্নার চোখে কাজল ধুলে আমিই অপরাধী
আমিই আবার হাসির কারণ ইচ্ছের উৎসবে।
একা ছাড়তে ভয় করে ভীষণ শূন্য শূন্য লাগে
দিগ্বিদিক ছুটতে গিয়ে যদি হোঁচটে ব্যথা পাও,
কিছুটা আতঙ্কেই থাকি
আতঙ্কেই থাকতে দাও।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৪/১১/২০২৩ (ভোরে)