কেনো বারবার- দিয়ে বিচার, শেষে তুলে নিই অভিযোগ!
এক রত্তি তবু সত্যি, আমি হতে চাই না দু'চোখের প্লাবন।
প্রেম ছোঁয়াচে হৃদয়ে বাঁচে- বাড়ায় এসে অনুভবে দুর্যোগ
কেনো বারবার- দিয়ে বিচার, শেষে তুলে নিই অভিযোগ!
করে অত্যাচার নিভৃতে নির্বিকার, কই করি না অসহযোগ;
চোখ খুলে ভোর, রোজের আদর এঁকে দিই কপালে চুম্বন
কেনো বারবার- দিয়ে বিচার, শেষে তুলে নিই অভিযোগ!
এক রত্তি তবু সত্যি, আমি হতে চাই না দু'চোখের প্লাবন।


কলমেঃ রনি পারভেজ (JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৫/০১/২০২৪ (বিকেলে)