বেদুইন


আমি কবিতা লিখি
হ্যাঁ, ছেড়া ছেড়া অব্যক্ত কথার বমি হয় শুধু,
কেউ কেউ বলে বসে এতো কঠিন কিছু কেন বলি
সহজ সরল স্বভাবের মানুষ যে আজ উদ্বাস্তু।


গভীরের কথা নিংড়ানি দিলে কঠিনই হয়
চারপাশে বসন্ত দিনের মত ফুল ফুটে না তখন
তখন তো'- ধোঁয়ার কুণ্ডলির মত নিশ্চুপ হয়ে যাই
দূরত্ব বজায় রেখে পেড়িয়ে গেছি আলোকবর্ষ যোজন।


কোথাও কেউ নেই-
শূন্যতার আবডালে ঝিমাই বড্ড ক্লান্ত হয়ে
রক্ত শিরায় নিকোটিনের দাপট তার তারুণ্য ভেতরে
নিজেকে একাই পাই প্রকাশ্য লোকালয়ে।।


আমি কবিতা লিখি
কাঠফাঁটা চৈত্রের পিপাসিত দাঁড়কাকের
আমি যে প্রেমের তৃষ্ণায় ধুঁকছি কাকের মতই
পাগল হতে চেয়েছি স্নিগ্ধ কাকনের।।


হয়ে উঠেনি সেসব, নেহাৎ স্বপ্নই হতো
ঘুমহীন হয়ে নোনাজল গড়িয়েছে গালের পাদদেশে,
আমি ভ্রান্ত মনে আজি ক্লান্ত ভীষণ
অস্তিত্ব হারিয়েছি বেদুইন ভালোবেসে।।


: রনি পারভেজ (#JD)
২৬/০৭/২০২০ (রাত ৮:০০)