মনে পড়ে জানো__
ঝুম বৃষ্টির দিনে টঙে একা বসে থাকাটা;
বিস্তর মেঘের ভিড় ঠেলে বিজলীরা উঁকি দিত
গুড়ুম বিকট শব্দে কেঁপে যেত বুকের পাটাটা।
একবেলাতেই চারদিক সাদা ধবধবে হতো
ভাবতাম আকাশের কষ্ট কিসের, এতো কান্না?
কেউ উত্তর দেওয়ার ছিলো না সেদিন
কাক ভেজা শরীরে ছিলো আমার একার ভাবনা।
এ আকাশ জানিনা কার, আমার আকাশ নয়
আমার আকাশ নীলের আভায় চঞ্চলা খুব;
তুলোর মেঘ কাশফুলের পরশ নিয়ে উড়ে
রাতে সেই সোহাগি পরশে থাকে তারারা নিশ্চুপ।
বেশ কিছুদিন হবে চাঁদ নাইয়রে গেছে
কিঞ্চিৎ বেমানানই বটে খুনসুটিতে কেউ নেই,
আমার মুলুকে আমি একাই একদম
নিজের খেয়ালে স্বাধীনচেতা আপন স্বভাবেই।
অবহেলা করবে, ছেড়ে যাবে কেউ অত নেই দুশ্চিন্তা
একার সাম্রাজ্যে আমি স্বঘোষিত সম্রাট,
মনে পড়ে জানো__
বাতি নিভিয়ে জ্বালিয়ে ভাবতাম বিদ্যুৎ বিভ্রাট।


কলমেঃ রনি পারভেজ (JD_কাবলিওয়ালা)
সময়কালঃ৷ ০৫/১০/২০২৩ (ভোরে)