কতদিন তারাজ্বলা আকাশ দেখি না-
এই অমাবস্যা কেনো যে এত দীর্ঘ হচ্ছে!
চাঁদটা তো অভিমানী- মুখ ফিরিয়ে রাখে
প্রতিক্ষায় ধৈর্য্য ঘড়িতে রাতেরা কেটে যাচ্ছে।
হৃদপিণ্ডের শব্দ বেজাই, সে যে ঘড়ির কাটা
ধুকপুক করে জানান দেয় বুকের জমিটা খালি।
প্রাসাদ গড়ার স্বপ্ন দেখতে চায় না দু'চোখ
দিনযাপনের মুহূর্তগুলোতে শুধুই জোড়াতালি।
কেনো তবে এতো শূন্য শূন্য লাগে-
ভালোবাসা পেতে বুকের ভেতরে বিদ্রোহ চলে?
সাম্রাজ্যবাদী বিবেকের সীমান্তে সৈন্যের লস্কর
কঠোরতা নিয়ে দমন করিনি যত্নশীল বলে।


কলমেঃ রনি পারভেজ (JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৫-০২-২০২৪ (বিকেলে)