আমি হারতে আসি নাই সবুজ কাননে
ভয়াল অন্ধকারে খুঁজি নাই সৈন্যের লস্কর,
যুদ্ধের দামামা বাজতেই চোখ খুলেছিলাম
পারিপার্শ্বিক বেজায় ছিলো শ্বাসরুদ্ধকর।
আমি একা লড়েছি শুধু পরিস্থিতির সাথে,
লড়তে লড়তে রক্তবর্ণে ছেয়েছে মুখমণ্ডল;
বারুদপুড়া নিঃশ্বাসের তাপে জ্বলেছে শহর
বুকের কয়লায় মিশে গেছে সহায় সম্বল।
তবু আমি এতো নির্ভার যেন হয়নি কিছুই
সচকিত উদ্যম আবার নবশক্তি যোগায়,
জীবনের যুদ্ধে আমাকে যে লড়তেই হবে
হার মেনে কাপুরুষই পিঠ বাঁচিয়ে পালায়!
ক্লৈবের মতন সহজ স্বীকৃত জীবন ছেড়ে
স্বদিচ্ছায় হেঁটেছি মুশকিল পথের বহুদূর,
আমি স্বাধীনচেতা হয়ে মরবো রণক্ষেত্রে
নতশির কভু তাবেদারিতে হয়না বাহাদুর।
সামাজিকতার নামে এসে পরিওনা শেঁকল
স্বার্থান্বেষী মুখগুলো খুব করে চেনা আমার,
হয় হবে এক বিপ্লবীর অকাল মৃত্যু উচ্ছ্বাসে
বিপ্লবীরা ফিরেও আসবে দুনিয়ায় বারবার।
তাই কোনো আপোষ নয় ব্যক্তিত্বের প্রশ্নে
হবে না এতটুকু ছাড় গালগল্পের নিন্দায়,
দাঁতভাঙা জবাব দিব প্রতিপক্ষ যেই হোক
লোক ঠকানো বিবর্তনে মিথ্যের দুনিয়ায়।



কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)