আমার অত কিছু নেই উপস্থাপনের
ঢাক-ঢোল নেই উল্লাস উৎযাপনের,
তবু যা কিছু আছে তা ঠুনকো বড়ো
চাইলে শর্ষের দানাও বলতে পারো৷
হৃদয়ের ওজন আর কত গ্রামই বলো
রক্ত সেঁচে হয় নাজেহাল এলোমেলো,
তার পরেও আদরের অনুভব রাখে
নারাজি ভাঙার সে অপেক্ষায় থাকে।
আনমনে কাজল পড়ে প্রশান্তি দিবে
আলতা পায়ে কবেই অধিকার চাবে?
আমার আমি ঠিক রাজি তিলোত্তমায়
অবোধ শিশু সাজে কেমন মন রক্ষায়।
দূরে দূরে পালিয়ে রবে আর কত কাল
রোজই থাকি ভাবনায় সকাল বিকাল,
কাটে না ঘোর একটুও নিশুত রাতিতে
আমার, আমার না; থাকি বিভ্রান্তিতে।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০২/১১/২০২৩ (রাত্রি আড়াইটা)