তোমার বছর এই শেষ হলো বলে
যাও না গিয়ে এবার তল্পিতল্পা গুছাও;
পাওয়া না পাওয়ার হিসেব কষেই ব্যস্ত
বিগত বারো মাসে না জানি কত কি পাও।
এদিকে চলে ডিসেম্বর এক, দুই, তিন, চার
তোমার শেষে হলো আমার শুরুর সূর্যোদয়;
শেষে পরার অভিযোগ নেই, নেই অনুতাপ
ভুল ঠিকানায় পৌঁছালে আর কিসের বিপর্যয়?


যাও না গিয়ে মোমের প্রদীপ জ্বালাও
প্রস্তুতি নাও নতুন বর্ষের নতুন পরিকল্পনায়;
আমি ভাসমান, ভাসতে জানি উত্তাল সমুদ্রে
ঝড়-ঝঞ্ঝা সেসব প্রতিবেশীই খোলা জানলায়।
তুমি যে এসবে অভ্যস্ত নও সেটা জানি
জ্বলন্ত কয়লায় তাই হাঁটতে বলছি না আর;
কথার কথা না সবই অর্জিত অভিজ্ঞতা
মুখ দেখা বারণ আয়নায় যা ভেঙেচুরে চুরমার।


তবু যদি সঙ্গ চাও এই জীবনের পথে
চোখে চেয়ে বুঝে নিও, পড়ে নিও ভেতর,
এক জীবনে সুদ্ধ প্রণয়ের যত কথামালা আছে
হৃদয়ে এসে হাতটা রাখো, দেখো করে ধড়ফড়।
বুকে তুমি থাকবে বলে সাহসটাও রাখি না
ভয়ই করি সমাজের যত গুনে ধরা নিয়মের পাতা,
প্রতিকূল জেনেও দুর্গম গিরি পেরুলেই পাবে
কঠিন বাস্তবে খুব সহজ সরল মানুষ, খুব সাদামাটা।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৪-১২-২০২৩ (রাত এগারোটায়)