বুঝতে পেরেও অবুঝ সেজেছি
দু'চোখে দেখতে পেয়েও পাইনি,
জীবন মুদ্রায় পিঠ দুইটাই ছিলো
গড়িয়েছে ঠিক তবে উল্টায়নি।
পক্ষপাত আর হলোনা তাতেই
বাস্তবতায় এদিকে দৌঁড়ায় সময়,
আসল হিসেবে সিঁধ কাটা জেনে
নিঃসন্দেহে মেলাই দু'আনা সঞ্চয়।
বেশভূষায় আমি এক বেকুব যেন
কেউ জানেই না দেমাগ পরিপক্ব,
ভারী কালো মেঘে সন্দিহান নাবিক
খাজনার বাজনায় রয়ে কোষাধ্যক্ষ।
তবু অল্পের সুখ যদি বিক্রি হতো
তামাম উঠাতাম বিবেকের নিলামে,
জাগতিকতায় কিছু এসে যায় না
জীবনী অট্টালিকার ভঙ্গুর কলামে।
রিক্ততা নিয়ে প্রহর অপেক্ষায় কাটে
হবে হয়তো মজিজা খোদার ওয়াস্তে,
এবেলার স্বস্তির নাম হাহুতাশ যদিও
বাঁচার বলে নিঃশ্বাস চলে আস্তে আস্তে।
তুফান সামলানোর যোগ্যতা নিয়ে
ফুঁ তে পড়ে গেছি আজ হুমড়ি খেয়ে,
তোমাদের সময়ে তোমরাই অধিকারী
আমার সময় আসুক দেখো চেয়ে চেয়ে।
প্রায়শ্চিত্ত নয় এ-তো পরীক্ষা ধৈর্যের
নিশ্চুপ আছি বলে মোটেও নই বোবা,
পিঠ পিছের মন্তব্য সব হজম করেছি
সবটা জেনেও জানিনা সত্যের একটু-বা।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৪/০৯/২০২৩ (রাত্রিতে)