আমাকে বুঝেনি কেউ কোনোদিন
বুঝে ওঠার দাবি করা মানুষেরাও ছিল ভুল,
সময়ের নায়ে যে বা যারা সফরসঙ্গী ছিলো
তারা ঠিকই ঠিকানায় পৌঁছেছে, আমি পাইনি কূল।
ভেসেছি কখনো শান্ত কখনো-বা অশান্ত সমুদ্রের জলে
সূর্যের উদয়-অস্ত দেখেই কাটিয়েছি ছাব্বিশ বছর,
তীরের বিলাসিতা দূর; পাইনি বিচ্ছিন্ন একটা দ্বীপ
আমার দাবিতে মাথা গুঁজার পাইনি গোলপাতার ঘর।
তকদিরের লেখায় এসব কোনো মশকরা নয়
বিদীর্ণ আকাশের নীচে একটুকরো জমিন খুঁজেছি,
পরাজয়ের বিশালতায় ভেঙে চুরমার হলেও
অস্তিত্বের যুদ্ধে একা লড়তে উঠে দাঁড়িয়েছি।
দু'দিনের পরিচয়ে অনেকে তাই রহস্যময় ভাবে
ডাইনোসরের জীবাশ্ম দেখেছে বা শুনেছে এমন;
আমাকে বুঝেনি কেউ কোনোদিন, খুঁজেওনি
দাগী আসামি করে কেউ জারি করেনি সমন।
খসে পড়া নক্ষত্রের মতো দ্যুতির খোঁজে
অজানা গন্তব্যের যাত্রাতে ছুটেছি কেবল নিঃসঙ্গ,
কারো বুকে আছড়ে পড়লেই কে জড়িয়ে নেবে
উল্টো আতঙ্কে ভাববে পাথর বা কীটপতঙ্গ।



কলমেঃ রনি পারভেজ (JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ৩০/১০/২০২৩ (ভোরে)