আমি জানতে চাইনা প্রগাঢ়তা আর-
শুধু বুঝতে চাই তুমি ভালোবাসো।
খুঁজতে চাই; ঘড়ির কাঁটায় জমেছে অস্বস্তি বেশ
পথ চেয়ে বসে মনে মনের ডাক, "ফিরে আসো!"
আমি বুঝতে চাই, অনুপস্থিতিতে আমার
কতটা শূন্য তুমি; অস্থিরতায় ভেতর তোলপাড়-
কতটা উদ্বেগে পাগলপ্রায় বিলাপের সুরে
দরজায় এসে দাঁড়াও বারংবার।
বুঝতে চাই আমি কেবল বুঝতে চাই
অভুক্ত থেকেও ভাতের প্লেটে বৃত্ত এঁকেছ।
জড়িয়ে বালিশ লোকের ভীড়ে
ঘুমের নামে নিরবে নিভৃতে একা একা কেঁদেছ।
আমি বুঝে তো উঠি আগে সারবস্তু
ভালোবাসা সে-তো প্রহসন জন সমুদ্রে।
আত্মার দাবী করে কার শরীর কার হয়ে যায়
স্মৃতি দাঁড়িয়ে বিমর্ষ খুব তখন ছায়া দূরত্বে।
আমি জীবন যুদ্ধে লড়ে লড়ে প্রচণ্ড আহত
তাই জানতে চাইনা ভালোবাসো বুঝতে চাই;
বিধ্বস্ত অবয়বের বারুদ পোড়া কপাল, তবু
কোল পেতে কে চায় পুরো মাথাটাই!
                                       বুঝতে চাই
_________________বুঝতে চাই


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ৩০/১১/২০২৩ (দুপুরে)