রুক্ষ পাথুরে ভূমি এ বুকটা আমার
সোহাগের চাষ হয়নি অনাদি কাল,
তাছাড়া প্রখর রোদে ফেটেই চৌচির
খুব অনাদরে শান্ত হৃদয়ের হালচাল।
পরম সত্যে শুধু খরা দেখেছে দু'চোখ
যত্নের কোনো সেচ জুটেনি নিয়মের,
কেউ চায়নি ভালোবাসতে বাস্তবতায়
আকাশ দেখেছি মেনে পরীক্ষা ধৈর্যের।
যদি বেমানান হয় ঐ হিসেবের বেলায়
স্বার্থের পৃথিবীতে জানি চাহিদাই সব,
ফুল-ফল না দেয়া আমি পতিত ভূমি
প্রাসাদ বানানোর প্রচেষ্টার ব্যয় দুর্লভ।
কে মহারাণী করবে শাসন ছড়ি ঘুরিয়ে
রাজা যার রাজত্ব তার কাজল চোখে,
মালিকানা নিয়ে রাজ-অধিকার খাটাক
আমি পরম যত্নে জড়িয়ে রাখবো বুকে।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৩/১০/২০২৩ (বিকেলে)