তুমি আমাকে হারিয়ে ফেলবে
বৃষ্টির জল মুঠোবন্দি হয়েও যেভাবে হারিয়ে যায়, ওভাবে।
আঙ্গুলের ফাঁক গলার দায়? ওটা তোমার অজুহাত মাত্র।


সখের জিনিস দু'হাতে ছিঁটালে চলবে?
গুরুত্বের নাম দিয়ে শেষে কিনা হেয়ালিপনার স্বভাবে,
আকাশ থেকে নামা মুক্তিকে ধরে রাখতে পাতলে না পাত্র।


তোমার শহর জুড়ে বৃষ্টি বিলাস
কোমল হাতের তালুতে থেকেও সে মিশে গেল ডোবা নালায়,
তোমার অবহেলায় তাকে আবার কাটতে হবে চক্র জীবনের।


তবে তুমি সুযোগ পেয়েও দেখলে না উচ্ছ্বাস
অযত্নেই হারিয়ে বসলে এমন জীবন যে কিনা সংগ্রাম চালায়,
আর কি বলো হবে দেখা  দুজন দুজনের?
উদাসিনী?


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)