দায় নেই কোনো কিছুর
দায় নেই বন উজাড়ে বা ভাঙতে অঙ্কুর;
অনুভব গাছের কচি পাতায় সবুজ নেই আজ
খুব রক্তাক্ত জখম- তবু হাসতে সে মজবুর।
হাসতে হাসতে লুটিয়েই যায় আঘাত ভুলে
শান্তির ছায়া দিতে সে ডানা ছাড়ায় আবার;
কথার করাতে এসে যে কাটে শাখা প্রশাখা
চিড়ে রোদে শুকিয়ে করে জ্বালিয়ে অঙ্গার।
বৃক্ষ কবেই আওয়াজ করলো যন্ত্রণার মাঝে
আর্তনাদের মুখটা তো নেই খোদার দুনিয়ায়;
সব সহ্য করে অসহ্য হলেও শেকড় গভীরে
নিভৃতেই বুকের পাজড়ে একদিন মিশে যায়।
এ বুক ফেটে যেবার থোকা ফুল ফুটেছিলো
সেবার ঝরে ছিল ঝুম বৃষ্টির দমকা হাওয়ায়,
মিষ্টি ঘ্রাণের স্ফটিক প্রাণের স্পন্দন নন্দিত
কাদা লেগেছিল তাই কেউ গুঁজেনি খোপায়।
দায় নেই কোনো কিছুর
একদমই দায় নেই,
চলছে চলুক
এভাবেই......।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১১/১১/২০২৩ (বিকেলে)