এক আড়ম্বরি জীবন যদিও-বা কুড়িয়ে পাওয়া যেত,
গোলযোগের শেষ দেখি না- কি জানাবো অভিপ্রায়?
সেই শুরুর থেকে অদ্যাবধি ফল যা, সব শূন্যই তো!
এ জীবন যেদিন জীবনী হবে, কি আর লিখবো তায়?


এত শূন্যের ফাঁকফোকরে ঝরেছে জীবনের পানি
দুর্দমনীয় সব ইচ্ছার তোপে বেড়েছে গ্লানি আত্মার।
মুসাফির হয়ে খুঁজে পথ, দেখেছি অলিগলির মাস্তানী
ঘুটঘুটে আঁধারে নিঃশব্দ সরীসৃপ তাই সঙ্গী এ যাত্রার।


কত লোক বিষধর বলে বলে করে দুর্নামের তোয়াজ,
আমি বহুরূপী মানুষদের রেখে তবু ভরসা রাখি সাপে।
আলো-আঁধারির সমস্ত পথ চিনেও যে বাস্তুচ্যুত আজ
দোয়ায় নাহয় না রাখলে প্রিয়, রেখো অভিশাপে।।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০১-০২-২০২৪ (বিকেলে)