একাই ঝিম ধরা কোনো বটগাছের মত
ভাবনা নিয়ে জানিনা রাত গড়ালো কত,
জট নেমে গেছে মগজের কার্নিশ বেয়ে
বিনিদ্র চোখ আকাশ দেখে চেয়ে চেয়ে।
জ্যোৎস্নার রাতে নিস্তব্ধতা নেই পাড়াতে
কে যাবে আগ বাড়িয়ে ঝিঁঝি তাড়াতে?
ফুড়ুৎ করে উড়ে যায় পুচকে বাদুড়-ছা
বাড়ির পথে ফিরতে আমিও চালাই পা।
ঘেউ ঘেউ করে কুকুরদলে কাছেপিঠেই
সঙ্গিন পথে একা একা পাশে কেউ নেই;
ঝোপের পাশেই দিঘির জলে কচুরিপানা
চাঁদের বিম্বে লাফিয়ে পড়ে ব্যাঙের ছানা।
ঢেউ খেলানো জলের আয়নাটা পরিস্কার
জ্বলজ্বলে দু'চোখ ভাসে কি বলবো আর,
জোড়া শেয়াল ছিলো ওপাড়ে মুরগি মুখে
গেরস্তের যা গেছে সামলাবে বা আর কে?
রিজিক খোদার এতেই হিসেব সাত পাঁচ
আমি বেমালুম দর্শক তাই দেখেছি আজ;
পেটের ভিতর ইঁদুর দৌড় খিদেতে ভরপুর
হেলতে দুলতে রাস্তা মাপি এখনো বহুদূর।
বকুলের ঘ্রাণে ম-ম চারদিক বিছিয়ে পড়ে
গুটিকয়েক তুলে হাতে নিই মনের মজবুরে;
চুপচাপ দরজা খুলে ঘরে ঢুকি মায়ের চোর
"বাবু আসলি?" সজাগ প্রশ্ন কি ঘুমের ঘোর!


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৪/০৯/২০২৩ (রাত তিনটায়)