মরীচিকার শহরে মানুষ বাঁচেই ক'দিন;
তবে কেনো এত এত বানোয়াট প্রতিশ্রুতি?
এক মুহূর্তের নিশ্চয়তা দিতেই চোখমুখ মলিন
জীবন আলো পাটে উঠে হারিয়ে মায়ার দ্যুতি।


তারপরও চলতিপথে ফিরে না হুঁশ
একথা ওকথা হরেক কথার ভীড়ে আচমকাই-
নিজের অগোচরে জাহির করে কত কি মানুষ
আবার বেমালুম চেপে যায় সমস্ত কিছু সহসাই।


বিচিত্র অনুভূতির উন্মাদনায় খুব
কত প্রেমিক ভুলে গেছে একসাথে বাঁচার আকুতি,
মিথ্যে উপমার প্রেয়সী চাঁদ শেষে গিয়ে সাত সাগরে ডুব
ভেবে সাড়া দিশা কে কার পাশে; এই ছিলো প্রতিশ্রুতি?


তোমা ছাড়া বাঁচা; ভাবতে পারে না মন
নিঃশ্বাসে নিঃশ্বাসে যেনো এক তুমিই মিশে আছো,
কার কাজলের কালি ধুঁয়ে যায় আর কে পেয়ে দর্পণ
ভ্রান্তি চরম বিষাদ নিংড়ে নিরব হলি খেলে বার সহস্র।


মন ভাঙ্গার দায় কে দেবে শুনি?
পরম সে সতর্ক জারিতে, হে মানুষ সতর্ক হয়ে যাও!
আমি অবশ্যই তলব করব প্রতিশ্রুতি নিভালে কত খানি
জিহ্বাকে অনিয়ন্ত্রণে জামিন নেই হয়ে যাবে পাকড়াও!


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ২৬/০৮/২০২২ (ফজরের ঠিক পরে)