তোমার আকাশে মেঘের ভেলা
সাথে ঝুম বৃষ্টি নিয়ে কিছু বজ্রপাত
আমার আকাশ আজি বিদীর্ণ রূপে
দেখি অগ্নি গোলকের উল্কাপাত।
তোমার হাসিতে প্রজাপতি উড়ে
আলতো স্পর্শে ফোটে লাল গোলাপ
আমার হাসি যে এক প্রলয়ঙ্কারী
ঠিক কাঠফাটা রোদে গ্রীষ্মের তাপ।
তোমার চলনে যেন নুপুর ছন্দ
কল্লোলিনী সে যে ঝর্ণার জল
আমার চলনে কর্কশ শব্দ বুটের
যেন তেড়ে আসে হানাদার দল।
তুমি কথা বলো সে নির্ঝরী মত
হাওয়ার দোলে নাচে ধানী ক্ষেত
আমি বেসুরো কাকের কা কা
নোংরা করি যত রঙ সাফেৎ।
তুমি তাকালে ডাগর চোখে
পাথর খণ্ড মায়ায় ঝলসে যায়,
আমার দৃষ্টিতে বিষ মাখানো
কুষ্ঠ রোগ ছেয়ে আছে সারা গায়।
তবু বুকে টানবে একি ধৃষ্টতা নয়?
কোন মোহের বন্ধনে আবধ্য তুমি?
ক্ষণজন্মা যে সে তো দুর্বোধ্য ছিল
তাকে বুঝতে মাড়িয়ে চল বিরান ভূমি।
এত সাংঘর্ষিক হলে চলবে না তো
তারপরও চালিয়ে নেয়ার জেদ
তুমি জানো না জগৎ রহস্য তার
আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে ব্যবচ্ছেদ।
কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ৩১-০৮-২০২২