ধূসর গোধূলি জীবনে আর না আসুক
ঢলে পড়া সূর্যটাও চিরতরে নিভে যাক,
নিঃসঙ্গ বিকেলে শরীরের লম্বা ছায়ায়
এবার বিচরণশীল পা দু'টো মুক্তি পাক।
নিঃশ্বাস পড়াটাই যদি জীবনের অঙ্কুর
বটবৃক্ষ হতে লাগে শেষে মহাকাল ভ্রমণ,
এই যাত্রাপথে হাজার সতর্কতা সংকেত
একে একে ধেয়ে আসে প্রলয় সাইক্লোন।
কত ঝঞ্জাট আর একা সামলানো যায়' -
উদ্যম ফুরালে সাহস যুগানোর নেই কেউ,
কলাগাছের ভেলা ভাসতে ঠিকই জানে
জানে না সামলাতে নীল সমুদ্রের ঢেউ।
নীল বেদনার গভীরে ডুবে অস্তিত্বে একা
ঝিনুকেরও দেখা নেই করতে মুক্তোর দাবি,
অনাদর উঠেও গেছে সুউচ্চ পর্বত চূড়ায়
একটা আমি'র মৃত্যুতে কাঁদবে না পৃথিবী।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৪-০৯-২০২৩ (দুপুরে)